Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

 

  • পিডিবিএফ এ সমিতির সদস্য/সভানেত্রী/ দলনেত্রীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ে ০২ (দুই) দিনের প্রশিক্ষন প্রদান করা হয়।
     
  • সমিতির সদস্যদেরকে কৃষি ভিত্তিক আয় বৃদ্ধিমূলক কমকান্ডে (আইজিএ) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদান করা হয়, যেমন: মোরগ-মুরগী পালন, গাভী পালন, পশু মোটাতাজাকরন, ছাগল পালন, শাক-সব্জি চাষ, হাঁস পালন, মৎস্য চাষ ইত্যাদি।
     
  • স্থানীয়ভাবে/সমিতি পর্যায়ে গ্রামীন জনগোষ্ঠির মাঝে পিডিবিএফ এর বিভিন্ন মূখী সেবা সুবিধা তাদের দোর গোড়ায় পোছে দেওয়ার লক্ষ্যে প্যারাটেক তৈরী করা হয়েছে।প্রতিবছর নিবাচিত সদস্যগণকে জেলা পযায়ে প্যারাটেক মোলিক/আপগ্রেডিং প্রশিক্ষন প্রদান করা হয়। প্যারাটেকগণ বিভিন্ন সমস্যার প্রাথমিক সমাধান দিয়ে থাকেন। এর ফলে সমিতির সদস্যগণ বিশেষভাবে উপকৃত হন।
     
  • সমিতির সদস্যদের নিয়ে প্রতি সপ্তাহে ০১ দিন সমিতি পযায়ে সাপ্তাহিক প্রশিক্ষন ফোরাম বা উঠান বৈঠক করা হয়। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য ৫২ সপ্তাহে ৫২টি বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়, যেমন:  শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রাথমিক চিকিৎসা, পরিবেশ উন্নয়ন, স্যানিটেশন, সঞ্চয় ও ঋণ কাযক্রম, বনায়ণ, নারীর আইনগত অধিকার প্রভৃতি বিষয়ে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়।